United Commercial Bank Job Circular

United Commercial Bank Legal Officer (JO-SEO) Job Circular

United Commercial Bank Legal Officer (JO-SEO) Job Circular – United Commercial Bank (UCB) PLC [ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি] is one of the leading first generation private commercial banks of the country. United Commercial Bank PLC (UCB) started its journey in 1983. With an extensive network and a strong legacy of success, we remain at the forefront of the banking sector, delivering innovative solutions and exceptional services to clients. Recently, UCB PLC is seeking individuals for the position of Legal Officer for their Law Wing Division. Interested and eligible candidates can apply online until March 27, 2025.

Post: Legal Officer
• Division: Legal Wing
• Job Grade: Junior Officer to Senior Executive Officer
• Vacancy: Not Specific
• Job Location: Anywhere in Bangladesh
• Employment Status: Full Time
• Workplace: Work at Office

See also:
Bank Job Circular

EDUCATIONAL QUALIFICATIONS AND EXPERIENCES
• Minimum Bachelor of Law (LLB) and Master of Law (LL.M) from a recognized University.
• No 3rd Division/ Class/ CGPA is allowed.
• A minimum of 02 years of experience is required in a bank, financial institution, or law firm.
• Must have obtained Sanad from Bangladesh Bar Council to practice as an Advocate in Judges’ Court in Bangladesh especially in Dhaka Judge Court.

ADDITIONAL REQUIREMENTS
• Age not exceeding 40 years as on March 27, 2025.
• Strong knowledge of banking regulations, financial laws, and corporate governance.
• Excellent communication and negotiation skills.
• Ability to work independently and as part of a team in a fast-paced environment.

SALARY AND ALLOWANCES
• Monthly Salary: Negotiable.
• Competitive salary and benefits package.
• Opportunity to work in one of the most prestigious and sustainably growing banks in the country.
• Professional growth and development through training and exposure to diverse legal challenges.
• A collaborative and supportive work environment.
• All other allowances, and benefits as per the bank’s policy.

APPLY PROCEDURE
United Commercial Bank (UCB) PLC is an equal-opportunity employer. They celebrate diversity and are committed to creating an inclusive environment for all employees. United Commercial Bank (UCB) PLC consider personal persuasion as a disqualification of candidature.
If you are interested in taking up the challenge- Apply Online

APPLICATION DEADLINE
• 27 March, 2025

JOB SOURCE
• United Commercial Bank (UCB) PLC

About United Commercial Bank (UCB) PLC:

With a firm commitment of the economic and social development of Bangladesh, United Commercial Bank (UCB) PLC [ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি] started its journey in mid 1983 and has since been able to establish itself as one of the largest first generation banks in the country. With a vast network of 204 branches the Bank has already made a distinct mark in the realm of Private Sector Banking through personalized service, innovative practices, dynamic approach and efficient Management. The Bank has expanded its arena in different and diverse segments of banking like Retail Banking, SME Banking, Corporate Banking, Off-shore Banking, and Remittance etc. Besides various deposit and loan products of Retail Banking, the Bank caters export and import loans to deserving candidates which in turn helps the overall economy of the country through increased earning of foreign exchange.

Other consumer products like UCB Cards have been showing tremendous success and growth since its inception in 2006 and soon became the leader in the local market with around 40000 card holders. With a firm commitment to promote the SME sector, the Bank is also assessing and monitoring business loans, managing business financing risks, pricing products and working for further development of SME. Its Corporate banking service consists of the simple business of issuing loans to more complex matters, such as helping minimize taxes paid by overseas subsidiaries, managing changes in foreign exchange rates or working out the details of financing packages necessary for the construction of a new office, plant or other facility. Its area of expertise is in-depth knowledge in financial analysis with analytical capability of financing large projects including RMG and infrastructure development projects. The Bank, aiming to play a leading role in the economic activities of the country, is firmly engaged in the development of trade, commerce and industry by investing in network expansion and new technology adoption to have competitive advantage.

ডিসক্লেইমারঃব্যাংকার’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকার’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজফেসবুক গ্রুপে প্রকাশিত যে কোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যে কোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকার’-এর নয়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ( ইউসিবি) পিএলসি [United Commercial Bank (UCB) PLC] বাংলাদেশের বেসরকারি খাতের অন্যতম একটি বাণিজ্যিক ব্যাংক। এটি ব্যক্তিমালিকানাধীন ব্যাংক হিসাবে কোম্পানি আইন ১৯১৩-এর অধীনে একটি পাবলিক কোম্পানি হিসেবে ২৬ জুন, ১৯৮৩ সালে নিবন্ধিত হয়। এটি ১৯৮৩ সালের ২৬ জুন অনুমোদন পায় এবং একই বছরের ২৯ জুন ব্যবসা শুরু করে। শুরুতে ব্যাংকটির অনুমোদিত মূলধন ছিল প্রতিটি ১০০ টাকা মূল্যের ১ মিলিয়ন সাধারণ শেয়ারে বিভক্ত ১০০ মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন ছিল ১২,১৭৫ মিলিয়ন টাকা। বর্তমানে এর অনুমোদিত মূলধন ১৫,০০০ মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন ১৪,০৬২.৩৭ মিলিয়ন টাকা। ২০ সদস্যবিশিষ্ট একটি পরিচালক পর্ষদ ইউসিবি পিএলসি-এর সার্বিক ব্যবস্থাপনা তত্ত্বাবধায় করে এবং এর নীতি নির্ধারণ করে। ব্যাংকটি ১৯৮৬ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং ১৯৯৫ সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-তে তালিকাভুক্ত হয়। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি রিটেইল ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এসএমই ফাইন্যান্স ও ইন্টারনেট ব্যাংকিং সেবা দিয়ে থাকে। ইউসিবি পিএলসি বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র শিল্প, গৃহায়ণ, আমদানি-রপ্তানি অর্থায়ন এবং ব্যবসা-বাণিজ্য খাতে উল্লেখযোগ্য পরিমাণ ঋণ বিতরণ করে।

ইউসিবি পিএলসি বৈদেশিক বাণিজ্যে ব্যাপকভাবে অংশগ্রহণ করে। ২০২০ সালে ব্যাংক মোট ৫১৭০১০ মিলিয়ন টাকার বৈদেশিক মৃদ্রা ব্যবসা পরিচালনা করে। ইউসিবি পিএলসি ৫৯৬টি বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিসঙ্গী ব্যাংকিং সম্পর্ক স্থাপন করে। ২০২১ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অধীনস্থ প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের আওতায় মোবাইল আর্থিক সেবা (MFS) Ucash (ইউক্যাশ) এর নাম পরিবর্তন করে Upay (উপায়) নামে চালু করে। যা গ্রামীণফোন, রবি এবং বাংলালিংক সংযোগ ব্যবহারকারীদের বিনা ইন্টারনেটে উপায় অ্যাপ্লিকেশন ব্যবহার করার সুযোগ করে দিয়ে থাকে। ব্যাংকটিতে ২২৪টি শাখা, ২টি এসএমই সেন্টার, ১টি অফশোর ব্যাংকিং ইউনিট, ৬২৮টি এটিএম/ সিআরএম বুথ ও ৫,০৬০ জন কর্মী রয়েছে। ব্যাংকটির প্রধান কার্যালয় প্লট- সিডব্লিউএস(এ)-১, রোড নং- ৩৪, গুলশান এভিনিউ, ঢাকা-১২১২ এ অবস্থিত।

Banker

Banker provides economic, financial and banking intelligence for the countries economic, banking and financial sector for built a good reputation. Banker has been the trusted source of banking information. Banker strives to stimulate and inform, offering an unparalleled outlook with a wide range of banking and financial news, features, analysis and interviews, and in-depth coverage of all the key issues facing the financial and banking sector.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button