Recent Bank News

Shahjalal Bank Management Trainee Officer (MTO) Job Circular

Shahjalal Bank Management Trainee Officer (MTO) Job Circular – Shahjalal Islami Bank PLC (শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি), a leading progressive Shariah based private commercial bank having its network across the country with 140 branches with state of the art technology providing fully online services to the customers and a team of highly motivated personnel committed to developing excellence in banking is looking for smart, energetic, proactive, skilled and competent Officers in the area of Management Trainee Officer (MTO) for Branches. Interested eligible candidates can apply online till April 07, 2025.

Post: Management Trainee Officer (MTO)
• Vacancy: Not Specific
• Job Location: Anywhere in Bangladesh
• Employment Status: Full Time
• Workplace: Work at Office

See also:
Bank Job Circular

EDUCATIONAL QUALIFICATIONS AND EXPERIENCES
• Post-Graduate from a highly reputed UGC approved University.
• CGPA 3.25 out of 4.00 in both Graduation and Post Graduation/ equivalent levels.
• GPA 4.75 out of 5.00 in both Secondary and Higher Secondary/ equivalent levels.
• At least 4 A’s with 1 B’s in “O” Level and 1 A with 1 B in “A” Level.
• No 3rd Division/ Class/ Equivalent GPA/ CGPA in any level of academic qualifications will be accepted.

ADDITIONAL REQUIREMENTS
• Age not exceeding 32 years on 16 March, 2025.
• Ideal candidates should be self-motivated, conversant with MS Office and must have willingness to work anywhere in the country.
• Selected candidates must serve in any Branch/ Office of the Bank.
• The MTOs will be nurtured as future leaders of the Bank placing in different key business areas/ Corporate Branches/ Offices.
• Candidates not willing to serve outside Dhaka/ Chattogram need not to apply.
• Commitment to serve Shahjalal Islami Bank PLC for a period of minimum 5 (five) years (by signing a surety bond).

SALARY AND ALLOWANCES
• Shahjalal Islami Bank offers a great career for the performers with excellent pay package.
• Selected MTOs shall remain on probation for a period of 1 (one) year.
• The positions will have the following pay package:
– On Probation Monthly Consolidated Pay Tk.49,500.
– After successful completion of probation period, To be confirmed as First Executive Officer: Monthly Gross Salary- Tk.71, 500.

APPLY PROCEDURE
Only shortlisted candidates will be called for written examination. Misrepresentation of any information will disqualify the candidature. Shahjalal Islami Bank Bank reserves the right to accept or reject any application without assigning any reason whatsoever.
If you are interested in taking up the challenge- Apply Online

APPLICATION DEADLINE
• 07 April, 2025

JOB SOURCE
• Shahjalal Islami Bank PLC

About Shahjalal Islami Bank PLC:

Shahjalal Islami Bank PLC (শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি) –  is a shariah compliant private sector commercial bank headquartered in Dhaka, Bangladesh. It is a public limited company incorporated in Bangladesh on 1st April, 2001. Shahjalal Islami Bank PLC commenced its commercial operation in accordance with the principle of Islamic Shariah on the 10th May, 2001 under the Bank Companies Act, 1991. During these years SJIB PLC has diversified its service coverage by opening new branches at different strategically important locations across the country offering various service products both investment & deposit.

Islamic Banking, in essence, is not only INTEREST-FREE banking business, it carries deal wise business products thereby generating real income and thus boosting GDP of the economy. The Board of Directors enjoys high credentials in the business arena of the country, Management Team is strong and supportive equipped with excellent professional knowledge under leadership of a veteran Banker. It is listed in Dhaka Stock Exchange Limited and Chittagong Stock Exchange Limited. It has 140 Branches, 132 ATM Booths, 01 Off-Shore banking Unit and no. of Employees 2,741.

ডিসক্লেইমারঃব্যাংকার’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকার’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজফেসবুক গ্রুপে প্রকাশিত যে কোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যে কোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকার’-এর নয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি (Shahjalal Islami Bank PLC) হচ্ছে বাংলাদেশের একটি শরীয়াহ ভিত্তিক ব্যক্তি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট ১৯৯১-এর অধীনে নিবন্ধিত এই ব্যাংকটি ২০০১ সালের ১০ মে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। এ ব্যাংকের সকল কার্যক্রম ইসলামী শরীয়াাহ মোতাবেক পরিচালিত হয় এবং ইসলামী শরীয়াহ অনুমোদিত বিভিন্ন পদ্ধতিতে বিনিয়োগ করে থাকে। বিনিয়োগলব্ধ মুনাফা থেকে আনুপাতিক হারে আমানতকারীদের মুনাফা প্রদান করা হয়। বর্তমানে ব্যাংকটির ১৪০টি শাখা, ১৩২টি এটিএম বুথ, ০১টি অফশোর ব্যাংকিং ইউনিট এবং ২,৭৪১ জন কর্মী রয়েছে। ব্যাংকের অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ১৫,০০০ ও ১০,২৯১ মিলিয়ন টাকা। ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত। ব্যাংকটির সাবসিডয়ারি প্রতিষ্ঠান হলো শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।

ক্রমবর্ধমান চাহিদার ভিত্তিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি আকর্ষণীয় কিছু প্রকল্প গ্রহণ করেছে। এর মধ্যে টাকা দ্বিগুণ/ তিনগুণ বৃদ্ধি প্রকল্প, মাসিক উপার্জন প্রকল্প, মাসিক আমানত প্রকল্প, হজ্ব ডিপোজিট প্রকল্প, মিলিনিয়র প্রকল্প, হাউজিং ডিপোজিট প্রকল্প, ক্যাশ ওয়াাক্ফ ডিপোজিট প্রকল্প, লাখপতি ডিপোজিট প্রকল্প, মোহর ডিপোজিট প্রকল্প, শিক্ষা ডিপোজিট প্রকল্প, বিবাহ ডিপোজিট প্রকল্প, কিস্তিতে গৃহসামগ্রী ক্রয় প্রকল্প, ক্ষুদ্র ব্যবসায়ী বিনিয়োগ কর্মসূচি, ক্ষুদ্র উদ্যোক্তা বিনিয়োগ কর্মসূচি, মাঝারি উদ্যোক্তা বিনিয়োগ কর্মসূচি, হাউজিং বিনিয়োগ প্রকল্প, গ্রামীণ বিনিয়োগ কর্মসূচি, গাড়ী ক্রয় বিনিয়োগ প্রকল্প এবং মহিলা উদ্যোক্তা বিনিয়োগ প্রকল্প, সিএনজি কনভারশন প্রকল্প, বৈদেশিক কর্মসংস্থান বিনিয়োগ প্রকল্প, বিবাহ বিনিয়োগ প্রকল্প, শিক্ষা বিনিয়োগ প্রকল্প এবং এক্সিকিউটিভ বিনিয়োগ প্রকল্প অন্যতম।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি পল্লী বিনিয়োগ কর্মসূচির আওতায় পল্লী শাখার মাধ্যমে কৃষি উৎপাদন ও কৃষিভিত্তিক শিল্প স্থাপনে আর্থিক সহায়তা প্রদান করে আসছে। শিল্প ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, আয়ের নতুন ক্ষেত্র তৈরি করে জীবনযাত্রার মান উন্নয়নেও ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যাংকটি দুঃস্থ ও সহায় সম্বলহীন মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, দুর্গত এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ, মেধাবী অথচ দরিদ্র ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান এবং অন্যান্য জনহিতকর কাজ করে থাকে। আর এ দিকগুলি বিবেচনায় সামাজিক দায়বদ্ধতার অনুপ্রেরণায় ‘শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেছে। প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত ও স্বল্প সময়ে তাদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন দেশের এক্সচেঞ্জ এর সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।

Banker

Banker provides economic, financial and banking intelligence for the countries economic, banking and financial sector for built a good reputation. Banker has been the trusted source of banking information. Banker strives to stimulate and inform, offering an unparalleled outlook with a wide range of banking and financial news, features, analysis and interviews, and in-depth coverage of all the key issues facing the financial and banking sector.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button