Shimanto Bank Corporate Credit Analyst (PO-SPO) Job Circular

Shimanto Bank PLC (সীমান্ত ব্যাংক পিএলসি) is a scheduled commercial bank in Bangladesh and related to the Border Guards Bangladesh. Recently, Shimanto Bank is looking for dynamic individuals as “Credit Analyst- Corporate Credit” for their CRM Division. Interested eligible candidates can apply online till April 19, 2025.
Post: Credit Analyst- Corporate Credit
• Division: CRM
• Job Grade: Principal Officer-Senior Principal Officer
• Vacancy: Not Specific
• Job Location: Dhaka
• Employment Status: Full Time
• Workplace: Work at Office
See also:
❏ Bank Job Circular
EDUCATIONAL QUALIFICATIONS AND EXPERIENCES
• Minimum Graduation in any discipline (preferably in Business-Finance/ Accounting) from any reputed University.
• 3rd division or 3rd class in any exam are discouraged to apply.
• Minimum 5-7 years experience as Corporate Credit Analyst in a Bank.
ADDITIONAL REQUIREMENTS
• Age: 33-38 years.
• Strong analytical skill.
• Well conversant of credit risk management guideline of Bangladesh Bank.
• Must have clear knowledge in Loan Structuring.
• Excellent communication, interpersonal & presentation skills.
• Strong Command over Microsoft Word, Excel & PowerPoint.
• Requirements may be relaxed for relevant and experienced candidates.
SALARY AND ALLOWANCES
• Monthly Salary: Negotiable.
• Other benefits are as per Bank’s Human Resources Policy.
APPLY PROCEDURE
Only short listed candidates will be called for an interview. The authority reserves the right to accept or reject any application without assigning any reason.
If you are interested in taking up the challenge- Apply Online
APPLICATION DEADLINE
• 19 April, 2025
JOB SOURCE
• Bdjobs
About Shimanto Bank PLC:
As the slogan goes ‘Shimahin Astha’, Shimanto Bank PLC (সীমান্ত ব্যাংক পিএলসি) aims to be the leading financial institution to serve with utmost trust. Shimanto Bank PLC. is fully owned by Border Guard Bangladesh Welfare Trust – a solid welfare initiative for the employees of Border Guard Bangladesh (BGB). Bangladesh Bank has accorded banking license to Shimanto Bank PLC. on July 21, 2016 as a full-fledged scheduled commercial bank with Paid-up Capital of BDT 4000 million. Honorable Prime Minister of Bangladesh was kind enough to inaugurate the bank on September 1, 2016.
Shimanto Bank is primarily focused on fulfilling all the banking needs of the BGB members as well as will be operating with all other commercial banking functions by offering numbers of attractive asset and liability products and services tailored for the country’s Retail , SME and Corporate clients. As BGB already has its presence all over the country including remote border areas, it will be much easier for Shimanto Bank to expand its business network providing inclusive banking facilities to the non-banked population of the country. The bank is committed to set an example of high standards of corporate governance for the other financial institutions of the country.
ডিসক্লেইমারঃ ‘ব্যাংকার’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকার’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপে প্রকাশিত যে কোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যে কোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকার’-এর নয়। |
সীমান্ত ব্যাংক পিএলসি (Shimanto Bank PLC) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অর্থাৎ বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক পরিচালিত বাংলাদেশের বেসরকারি খাতে চতুর্থ প্রজন্মের একটি বাণিজ্যিক ব্যাংক। ‘সীমাহীন আস্থা‘ স্লোগানে দেশের ৫৭তম তফসিলি ব্যাংক হিসেবে সীমান্ত ব্যাংক পিএলসি যাত্রা শুরু করে। ব্যাংকটি আধাসামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ-এর সদস্যদের আর্থিক সেবা এবং দেশের আপামর জনসাধারনের ব্যাংকিং সেবা প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। ব্যাংকটি ১৯৯৪ সালের কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত হয়ে ২১ জুলাই ২০১৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাভ করে।
ব্যাংকটি ১৭ জুন, ২০১৫ সালে সীমান্ত ব্যাংককে সম্মতিপত্র দেয় বাংলাদেশ ব্যাংক। একই বছরের সেপ্টেম্বর মাসের ১ তারিখে ১০,০০০ মিলিয়ন টাকার অনুমোদিত মূলধন এবং ৪,০০০ মিলিয়ন টাকার পরিশোধিত মূলধন নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। ব্যাংকটির সদরদপ্তর সীমান্ত সম্ভার (লেভেল-৭), সীমান্ত স্কয়ার, বীর উত্তম এম. এ. রব সড়ক (রোড নম্বর-২), ধানমন্ডি, ঢাকায় অবস্থিত। বর্তমানে ব্যাংকটি গ্রাহকদেরকে রিটেইল ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, এসএমই বাংকিং, এটিএম (কার্ড) ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। সারা দেশে বর্তমানে সীমান্ত ব্যাংকের ২১টি শাখা, ৪টি উপ শাখা এবং ২২টি অটোমেটেড টেলার মেশিন (এটিএম) রয়েছে।