‘Banker-ব্যাংকার’ গ্রুপের ভিশন ও মিশন

Banker-ব্যাংকার‘ গ্রুপের ভিশন (Vision) ও মিশন (Mission)
নিম্নে Banker-ব্যাংকার গ্রুপের ভিশন ও মিশন তুলে ধরা হলো-

Banker-ব্যাংকার গ্রুপের ভিশন (Vision)
Banker-ব্যাংকার গ্রুপ A Platform for Bankers এই শ্লোগানকে সামনে রেখে সোশ্যাল মিডিয়া তথা ফেসবুকের মাধ্যমে ব্যাংকার কিংবা নন-ব্যাংকারদের (ব্যাংক গ্রাহক) ব্যাংকিং বিষয়ক বিভিন্ন জ্ঞান অর্জন ও বিভিন্ন সমস্যার সমাধান করার পাশাপাশি দেশের ব্যাংকারদের মাঝে ইউনিটি আনা তথা এক প্লাটফর্মে নিয়ে আসার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। ব্যাংকাররা শুধু নিজের প্রয়োজনে নয় বরং দেশের ও দশের প্রয়োজনে কাজ করবে। এছাড়া দেশের অবহেলিত, অসহায়, আর্ত-মানবতার কল্যাণে এগিয়ে আসাই আমাদের ভিশন।

Banker-ব্যাংকার গ্রুপের মিশন (Mission)
ব্যাংকারদের ক্যারিয়ার ও পেশাগত মান উন্নয়নে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করে এগিয়ে যাওয়া। এছাড়া কল্যাণমুখী কার্যক্রমের অংশ হিসেবে সকল পেশার ও শ্রেণির অসহায় ও অসুস্থ ব্যাংকারদের এবং গ্রামীণ অঞ্চলের অবহেলিত, অসহায় জনগোষ্ঠীর জন্য গ্রুপের সকলকে সাথে নিয়ে কল্যাণমূলক বিভিন্ন সেবা প্রদান ও সহায়তার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সকলকে উদ্বুদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া।

Back to top button