‘Banker-ব্যাংকার’ গ্রুপের রুলস বা নিয়মাবলী

সোশ্যাল মিডিয়া তথা ফেসবুক বর্তমানে নলেজ শেয়ারিং বা জ্ঞান অর্জনের অন্যতম একটি প্লাটফর্মে পরিনত হয়েছে। ব্যাংকার কিংবা নন-ব্যাংকার (ব্যাংক গ্রাহক) তাদের ব্যাংকিং বিষয়ক বিভিন্ন ধরনের জ্ঞান একে অপরের সাথে ফেসবুকের বিভিন্ন গ্রুপে শেয়ার করে থাকেন। অথবা ফেসবুকের বিভিন্ন গ্রুপে তাদের ব্যাংকিং বিষয়ক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে থাকেন। এতে অনেকেই তাদের সমস্যার সমাধান পেয়ে যান আবার কেউ কেউ কোন সমাধান পান না। এমনকি অনেকেই ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে ব্যাংকিং বিষয়ক শিক্ষা নিয়ে নিজেদের জ্ঞানকে আরো বৃদ্ধি করে থাকেন। ব্যাংকিং বিষয়ক বিভিন্ন জ্ঞান ও বিভিন্ন সমস্যার সমাধান যেন ব্যাংকারগণ নিজেদের ও ব্যাংক গ্রাহকদের মাঝে একটি প্লাটফর্মের মাধ্যমে শেয়ার করতে পারেন এই চিন্তা ও ভাবনা থেকেই “Banker-ব্যাংকার” গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছে।

⚠️ Banker-ব্যাংকার গ্রুপের রুলস বা নিয়মাবলীঃ
নিম্নে Banker-ব্যাংকার গ্রুপের সদস্য হওয়া এবং পোষ্ট দেয়ার নিয়ম ও শর্তাবলী, পোস্ট ও কমেন্টের আচরণ, গ্রুপে পোস্ট এপ্রুভ না হওয়ার কারণ, পোস্ট দেয়ার ক্ষেত্রে কপিরাইট ইস্যু ইত্যাদি তুলে ধরা হলো-

⚠️ গ্রুপের সদস্য হওয়া এবং পোষ্ট দেয়ার নিয়ম ও শর্তাবলীঃ
✔️ ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কোন ব্যক্তি বা সত্তা Banker-ব্যাংকার গ্রুপের সদস্য হতে পারবেন না।
✔️ ব্যাংকারদের বা কোন ব্যাংকের স্বার্থ ক্ষুন্ন হয় এমন কোন লেখা, মন্তব্য বা ছবি পোষ্ট করা যাবে না।
✔️ রাজনৈতিক কোন লেখা, মন্তব্য বা ছবি পোষ্ট করা যাবে না।
✔️ সরকার কিংবা রাষ্ট্র বিরোধী কোন লেখা, মন্তব্য বা ছবি পোষ্ট করা যাবে না।
✔️ বাংলাদেশ ব্যাংক সম্পর্কে কোন অশালীন লেখা, মন্তব্য বা ছবি পোষ্ট করা যাবে না।
✔️ অর্থনীতি, ব্যাংক, বীমা ও দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে লেখা, মন্তব্য বা ছবি পোষ্ট করা যাবে।
✔️ কোন প্রোফাইল লিংক শেয়ার করে করে লেখা, মন্তব্য বা ছবি পোষ্ট করা যাবে না।
✔️ যেকোন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বৈধ বিষয়ে পোষ্ট করা যাবে।
✔️ কোন ধর্মের প্রতি কটাক্ষ করে লেখা, মন্তব্য বা ছবি পোষ্ট করা যাবে না।
✔️ বিশেষ কোন ব্যক্তি বা গোষ্টির স্বার্থ রক্ষার জন্য কোন লেখা, মন্তব্য বা ছবি পোষ্ট করা যাবে না।
✔️ ব্যাংকিং বিষয়ক বিভিন্ন নিউজ, লেখা ও ছবি শেয়ার করা যাবে।
✔️ ব্যাংকাররা তাদের স্বরচিত লেখা, গল্প-কবিতা পোস্ট করতে পারবেন।
✔️ কোন ধরনের প্রমোশনাল পোস্ট (প্রমোশনাল অফার রিলেটেড লেখা, মন্তব্য, ছবি, বই বিক্রয়, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড সেল, প্রোফাইল লিংক শেয়ার ইত্যাদি) এপ্রুভ হবে না। যদি এ ধরনের পোস্ট (প্রমোশনাল পোস্ট) এপ্রুভ করতে চান তাহলে এডমিন প্যানেলে যোগাযোগ করুন।

উপরোক্ত নিয়ম ও শর্তাবলী মেনে না চললে কর্তৃপক্ষ যে কোনো সদস্যকে ব্যান বা ব্লক করার ক্ষমতা রাখেন।

⚠️ পোস্ট ও কমেন্টে মার্জিত আচরণ করুনঃ
✔️ কিছুদিন ধরে দেখা যাচ্ছে গ্রুপের কতিপয় মেম্বার ব্যাংক, ব্যাংকার ও ব্যাংকিং বহির্ভুত পোষ্ট কিংবা কমেন্ট করছেন। এছাড়াও কিছু ব্যক্তিগত আক্রমণ চোখে পড়ছে।
✔️ এছাড়া এটাও দেখা যাচ্ছে যে, হয়তো কোন কোন পোস্ট নিয়ে অনেকের সমস্যা হচ্ছে। আবার অনেক অভিযোগ সরাসরি সামনে না আসলেও পরোক্ষভাবে আসছে।
✔️ তাই এই বিষয়ে আমরা পরিষ্কারভাবে বলাটা প্রয়োজন মনে করছি যে, আমাদের এই Banker-ব্যাংকার গ্রুপটা আমাদের কাছে গ্রুপের চেয়েও বেশি, একটা গ্রুপ পরিবার (Banker-ব্যাংকার পরিবার)।
✔️ এই গ্রুপে বাংলাদেশের সকল ব্যাংকের ব্যাংকাররা রয়েছেন। আমরা সবার মধ্যে সৌহার্দপূর্ণ্য সম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করছি।
✔️ যদি কোন পোস্ট অথবা অন্য কোন ব্যাপারে আপনারা সমস্যা মনে করেন, আপনারা সরাসরি যেকোন এ্যাডমিনের সাথে যোগাযোগ করুন।
✔️ আপনার মনে হচ্ছে যে, পোস্ট দিচ্ছেন বা দিয়েছেন কিন্তু এপ্রুভ হচ্ছে না, এমতাবস্থায় আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা চেষ্টা করবো দ্রুত আপনার পোষ্ট এপ্রুভ দিতে কিংবা সমাধান করতে।
✔️ এছাড়াও আপনার মনে হচ্ছে যে, এই পোষ্ট কিংবা কমেন্ট ব্যাংক, ব্যাংকার কিংবা ব্যাংকিং বিরোধী তাহলে অপছন্দনীয় পোষ্ট ও কমেন্টের জন্য রিপোর্ট অপশন তো রয়েছেই।

⚠️ গ্রুপে পোস্ট এপ্রুভ না হওয়ার কারণঃ
✔️ গ্রুপে আপনার পোস্ট এপ্রুভ করা হচ্ছে না অথবা এপ্রুভ হওয়ার কিছুক্ষণ পরেই সেই পোস্ট বা কমেন্ট ডিলিট করা হচ্ছে? কিন্তু কেন? কারণ-
✔️ ব্যাংক, ব্যাংকার ও ব্যাংকিং বহির্ভুত পোষ্ট করেছেন।
✔️ ব্যাংক, ব্যাংকার ও ব্যাংকিং বহির্ভুত কমেন্ট করেছেন।
✔️ বাংলাদেশ ব্যাংক এর সমালোচনা করে কোন পোষ্ট কিংবা কমেন্ট করেছেন।
✔️ আপনি গ্রুপের রুলস বা নিয়মাবলী মেনে পোষ্ট কিংবা কমেন্ট করেন নি।
✔️ আমরা প্রফেশনাল, ম্যাচুরড মানুষ। আমরা নিজেরা নিজেরা যুদ্ধ করলে ভালো দেখায় না। সাবধানে থাকুন, ভাল থাকুন, আমাদের সাথে থাকুন।
✔️ পরিচিত ব্যাংকারদের Banker-ব্যাংকার গ্রুপে এ্যাড দিন, আমরা দেশের সবচেয়ে বড় ভার্চুয়াল ব্যাংকিং গ্রুপ হওয়ার স্বপ্ন দেখেছি এবং আপনাদের নিয়েই এই স্বপ্ন। ফি আমানিল্লাহ।

⚠️ গ্রুপে পোস্ট দেয়ার ক্ষেত্রে কপিরাইট ইস্যুঃ
✔️ Banker-ব্যাংকার গ্রুপ এ আমরা বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা রয়েছি। অনেকেই সুন্দর সুন্দর লেখা আমাদের এই গ্রুপে শেয়ার করে থাকি। এক্ষেত্রে আমরা অনেকেই নিজের লেখা পোষ্ট দেই আবার কেউ কেউ অন্যের লেখা কপি পেষ্ট করে থাকি।
✔️ অবশ্যই আমরা নিজের লেখা বেশি বেশি করে গ্রুপে শেয়ার করবো, এক্ষেত্রে কোন বাধ্যবাধকতা নেই। কিন্তু সে সকল লেখা ব্যাংক, ব্যাংকার ও ব্যাংকিং বিরোধী কখনই হবে না।
✔️ কিন্তু নিজের লেখা ব্যতীত অন্যের লেখা অর্থাৎ অন্য কোন ব্যক্তির লেখা কোন ফেসবুক পোষ্ট কিংবা কোন ওয়েবসাইট অথবা অন্য কোন মাধ্যম থেকে কপি করে পোষ্ট দিলে সেক্ষেত্রে অবশ্যই পোষ্টের নিচে কার্টেসিঃ লিখে লেখকের নাম, পদবী ইত্যাদি যুক্ত করে দিবেন।

✔️যেমন- আমার একটি লেখা আপনি আমার ফেসবুক টাইমলাইন থেকে কপি করে গ্রুপে পোষ্ট দিচ্ছেন, এক্ষেত্রে পোষ্টের ধরন হবে-
অবশেষে IBBL এর কার্ড এ ই-কমার্স এনাবল হলো। খিদমাহ কার্ড (৪১৭০ সিরিয়াল) দিয়ে মোবাইল রিচার্জ করে OTO এর মাধ্যমে রিচার্জ করা যাচ্ছে।

কার্টেসিঃ মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ
অফিসার, আইবিবিএল (ফেসবুক টাইমলাইন থেকে সংগৃহীত)

✔️কোন ওয়েবসাইট থেকে হলে লিখবেন এভাবে-
অবশেষে IBBL এর কার্ড এ ই-কমার্স এনাবল হলো। খিদমাহ কার্ড (৪১৭০ সিরিয়াল) দিয়ে মোবাইল রিচার্জ করে OTO এর মাধ্যমে রিচার্জ করা যাচ্ছে।

সোর্স/ উৎসঃ ব্যাংকার

✔️কেননা ইতিমধ্যে অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে যে, কেউ কেউ অন্যের লেখা কপি করে ব্যাংকার গ্রুপে পোষ্ট করছেন।
✔️উপরোক্ত নিয়ম মেনে পোষ্ট করার জন্য সকল এডমিন ও মডারেটর এবং সদস্যদেরকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।

Back to top button