মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ পরিচিতি

আমি মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ দেশের সর্ববৃহৎ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ অফিসার হিসেবে কর্মরত আছি। আমি বিভিন্ন ব্লগে সময় পেলেই লেখা লেখি করে থাকি। আমি অর্থনীতি ও ব্যাংকিং এর অজানা বিষয়গুলো বিশেষ করে ফিনটেক সম্পর্কে জানতে আগ্রহী এবং যতটুকু জানি তা সকলের সাথে শেয়ার করে থাকি৷ সময় পেলে আমার ব্লগ (ব্যাংকার) ঘুরে দেখতে পারেন- www.bankerbd.com

আমার সম্পর্কে
✓ নামঃ মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ।
✓ ব্যাংকঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
✓ শাখাঃ গাইবান্ধা শাখা, গাইবান্ধা।
✓ পদবী ও ওয়ার্কিং ডেস্কঃ অফিসার ও এডিসি সাপোর্ট (ব্রাঞ্চ আইটি অফিসার, এটিএম/ সিআরএম, কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এজেন্টিং ব্যাংকিং, এসএসএম ব্যাংকিং)।

শিক্ষাগত যোগ্যতা
✓ ইসলামিক স্টাডিজ, বিএ (অনার্স), এমএ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং এমবিএ, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

শখ ও প্রিয় কাজ
✓ ব্যাংকিং ও অর্থনীতি বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করা, ফিনটেক সম্পর্কে পর্যাপ্ত ধারণা অর্জন, আধুনিক ও নতুন নতুন প্রযুক্তির জ্ঞান অর্জন এবং ব্যবহার।
✓ ফেসবুকিং করা, ব্লগিং (ব্যাংকিং বিষয়ক) করা ও মুভি দেখা (সায়েন্স ফিকশন)।
Banker-ব্যাংকার গ্রুপের ফাউন্ডিং এডমিন, ব্যাংকার ওয়েবসাইট (www.bankerbd.com) ডেভেলপমেন্ট।

ভবিষ্যৎ পরিকল্পনা
✓ একজন দক্ষ ও ভাল ব্যাংকার হওয়া। বর্তমান ও ভবিষ্যত ডিজিটাল ব্যাংকিং (ফিনটেক) বিষয়ে আরও বেশি বেশি ধারণা অর্জন করা ও সে অনুযায়ী সামনে এগিয়ে যাওয়া।

ক্যারিয়ার নিয়ে কিছু কথা
✓ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব নিয়ে ব্যাংকিং সেবায় নিজেকে নিয়োজিত রেখে সম্মানের সাথে একটা ভাল ব্যাংকিং ক্যারিয়ার গঠন করে সামনে এগিয়ে যাওয়া।

প্রকাশিত লেখা
✓ আমার প্রকাশিত লেখা সমূহ দেখতে ক্লিক করুন- এখানেএখানে

Back to top button