‘Banker-ব্যাংকার’ গ্রুপের লক্ষ্য ও উদ্দেশ্য
প্রত্যেকটি প্রতিষ্ঠানেরই একটি নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। আমাদেরও একটি লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। ‘Banker-ব্যাংকার‘ তার সকল এডমিন ও মডারেটর এবং সদস্যদের নিয়ে একটি কল্যাণমূলক সমাজ বিনির্মানে এগিয়ে যাওয়া।
‘Banker-ব্যাংকার‘ নিম্নোক্ত লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে-
✓ সকল ব্যাংকারদের মাঝে বন্ধুত্বপূর্ণ মনোভাব তৈরি করা।
✓ সকল ব্যাংকারদেরকে একটি প্লাটফর্মে নিয়ে আসা।
✓ সকল ব্যাংকারদের মাঝে ইউনিটি তথা একতা তৈরি করা।
✓ ব্যাংকারদের আবেগ ও অনুভূতিকে অগ্রাধিকার দেয়ার মানসিকতা তৈরি করা।
✓ ব্যাংকারদের ক্যারিয়ার ও পেশাগত মান উন্নয়নে বিভিন্ন শিক্ষামূলক কর্মসুচি গ্রহণ করা।
✓ দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমে বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করা।
✓ অসুস্থ ব্যাংকারদের সাহায্যার্থে এগিয়ে আসা।
✓ অসহায় ব্যাংকারদের সাহায্যে এগিয়ে আসা।
✓ অবহেলিত, অসহায় জনগোষ্ঠীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়া।
✓ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।
✓ সর্বোপরি বিভিন্ন কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে দেশ ও দশের সাহায্যে এগিয়ে আসা।